ঢাকা     রোববার   ০৪ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেট-২

বিএনপি নেতা ইলিয়াস আলীর ছেলের মনোনয়নপত্র বাতিল

সিলেট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৪:২৪, ৩ জানুয়ারি ২০২৬
বিএনপি নেতা ইলিয়াস আলীর ছেলের মনোনয়নপত্র বাতিল

মো. আবরার ইলিয়াসে। ছবি: সংগৃহীত

সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাওয়া গুম হওয়া বিএনপির নেতা এম ইলিয়াস আলীর ছেলে মো. আবরার ইলিয়াসের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটানিং কর্মকর্তা ও জেল প্রশাসক মো. সারওয়ার আলম। একই আসনে অপর স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুস শহীদের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।

পাশাপাশি দ্বৈত নাগরিকত্ব প্রত্যাহারের যথেষ্ট প্রমাণ না থাকায় সিলেট-১ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এহতেশামুল হকের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

আরো পড়ুন:

শনিবার (৩ জানুয়ারি) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (তথ্য ও অভিযোগ শাখা, মিডিয়া সেল) তানভীর হোসাইন সজীব। 

তিনি জানান, সিলেট-১ আসনে এনসিপির প্রার্থী এহতেশামুল হক দ্বৈত নাগরিকত্ব প্রত্যাহার করেছেন এমন প্রমাণ দেখাতে না পারায় তার মনোনয়নপত্রটি আপাতত স্থগিত রাখা হয়েছে। ভোটারের যে এক শতাংশ সমর্থন প্রয়োজন হয়, সেখানে সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবরার ইলিয়াস ও অপর স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুস শহীদ সমর্থকদের ভুয়া স্বাক্ষর দিয়েছেন, বিধায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

ঢাকা/রাহাত/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়