তরুণের দুই হাত ঝলসানো ও গলা কাটা লাশ উদ্ধার
নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নেত্রকোণার কেন্দুয়ায় বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে রিপন মিয়া (২৫) নামে এক তরুণের দুই হাত ঝলসানো ও গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারের পেছনের একটি জমিতে থাকা বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রিপন মিয়া উপজেলার কালেঙ্গা গ্রামের মৌলা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি সরকারি (বিএডিসি) সেচ মোটরের জন্য স্থাপিত বৈদ্যুতিক খুঁটি রয়েছে। ওই খুঁটিতে তিনটি উচ্চক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার বসানো ছিল। খুঁটিতে ওঠার জন্য ব্যবহৃত লোহার রড ঘটনাস্থলে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, খুঁটিতে উঠে ট্রান্সফরমার খুলতে গিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের স্পর্শে রিপনের দুই হাত ঝলসে যায় এবং তিনি নিচে পড়ে যান। ধরা পড়ে অন্যদের নাম পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তার সঙ্গীরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করে পালিয়ে যায়।
কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিপন মিয়াসহ একটি চক্র বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির উদ্দেশে সেখানে গিয়েছিল। লাশ উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হবে।’’
ঢাকা/ইবাদ/রাজীব