নাটোরে ট্রলি, অটোরিকশা ও ভটভটির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাটোরের গুরুদাসপুরে পাওয়ার ট্রলি, অটোরিকশা ও ভটভটির ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
শনিবার (৩ জানুয়ারি) উপজেলার নাজিরপুর জোলারকান্দি এলাকায় নাজিরপুর-নাটোর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বীরবাজার গ্রামের আফসার আলী (৭০) এবং একই এলাকার মো. হায়দার আলী (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাওয়ার ট্রলি, অটোরিকশা ও মাছবাহী ভটভটির ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতাবস্থায় পাঁচজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু, পথেই তার মৃত্যু হয়। আহত চারজন বর্তমানে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশা থাকায় চালকদের দৃষ্টিসীমা কম ছিল। ধারণা করা হচ্ছে, এ কারণেই দুর্ঘটনা ঘটেছে।
গুরুদাসপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘‘দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আরিফুল/রাজীব