ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কনকনে শীতে স্থবির দিনাজপুর

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১১:৩৮, ৫ জানুয়ারি ২০২৬
কনকনে শীতে স্থবির দিনাজপুর

হাড়কাঁপানো শীত থেকে রক্ষা পেতে কাঠে আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন শ্রমজীবীরা।

উত্তরের জনপদ দিনাজপুরে শীতের তীব্রতা দিনদিন বাড়ছে। হাড়কাঁপানো ঠান্ডা আর কনকনে শীতল বাতাসে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশায় ঢাকা পড়ছে চারপাশ, খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন ছিন্নমূল ও অসহায় মানুষ।

সোমবার (৫ জানুয়ারি) ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। সকাল ৯টায় তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করে আবহাওয়া অফিস।

আরো পড়ুন:

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, উত্তরাঞ্চলের ওপর দিয়ে শীতল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা ক্রমেই কমছে। এই পরিস্থিতি আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

শীতের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। ভোরের অন্ধকারে কাজের সন্ধানে বের হলেও রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুরদের খড়কুটো এবং কাঠে আগুন জ্বালিয়ে তাপ পোহাতে দেখা গেছে।

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়