ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রামুতে অস্ত্র তৈরির গোপন কারখানা, বিপুল সরঞ্জাম উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৫:০৫, ৫ জানুয়ারি ২০২৬
রামুতে অস্ত্র তৈরির গোপন কারখানা, বিপুল সরঞ্জাম উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলায় গহীন পাহাড়ি এলাকায় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরির একটি গোপন আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

সোমবার (৫ জানুয়ারি) ভোরে রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে ঈদগড় ইউনিয়নের আবু আহম্মদ গুনা ফাতেমা ছড়া নামক দুর্গম পাহাড়ি এলাকা থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে, এ ঘটনায় কাউকে আটক করতে পারিনি পুলিশ।

আরো পড়ুন:

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় ব্যক্তি ওই এলাকায় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করছে। এ তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে যৌথ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র তৈরির সঙ্গে জড়িত ৩ থেকে ৪ জন ব্যক্তি পালিয়ে যায়।

তিনি জানান, ওই গোপন কারখানা থেকে দুটি তাজা রাইফেলের গুলি, চারটি শটগানের গুলিরর খোসা, দুটি বন্দুকের বাট, তিনটি ট্রিগার বক্স, ছয়টি বন্দুকের নল হিসেবে ব্যবহৃত পাইপসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া হাওয়ার মেশিন, করাত, হাতুড়ি, প্লাস, শান দেওয়ার মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতিও জব্দ করা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা জানান, উদ্ধার করা সরঞ্জামগুলো থানায় নেওয়া হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/তারেকুর/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়