দুমকিতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩২
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পটুয়াখালীর দুমকিতে একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ৩২ জন আহত হয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে দুমকি উপজেলার নতুন বাজার, পীরতলা বাজার, রাজাখালি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে কুকুরটি ঘুরে ঘুরে শিশুসহ ৩২ জনকে কামড়ে আহত করে।
আহতদের মধ্যে ১৭ জন দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিয়েছেন। বাকিরা পটুয়াখালী জেলা শহরসহ বিভিন্ন স্থানে হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসাসেবা নিয়েছেন।
পাগলা কুকুরের কামড়ে অনেক মানুষ আহত হওয়ায় স্থানীয় জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এলাকাবাসীর সহায়তায় কুকুরটি মেরে ফেলেছে।
দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা ফরিদা বেগম (৪৫) বলেছেন, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ কুকুরটি পিছন থেকে এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই ডান হাতে কামড় বসিয়ে দেয়। এতে আমার কিছুটা রক্তক্ষরণ হয়। পরে আমি হাসপাতালে চিকিৎসা নিয়েছি। তখন হাসপাতালে ওই কুকুরে কামড়ানো আরো অনেক রোগী দেখতে পাই।
আহত কিশোর আব্দুল্লাহ (১৯) বলে, বেলা ১১টার দিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের একটি চায়ের দোকানে বসে রুটি খাচ্ছিলাম। হঠাৎ ডাকাডাকি করতে করতে কুকুরটি আমার কাছে এসে পায়ে কামড় দিয়ে দৌড়ে চলে যায়। চিকিৎসক সাতটা ভ্যাকসিন নিতে বলছে।
দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এনামুল বলেছেন, সকাল থেকে কুকুরের কামড়ে আহত ১৭ জন রোগী আমাদের এখানে চিকিৎসা নিয়েছেন। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি তাদের সবাইকে ভ্যাকসিন নিতে বলা হয়েছে।
ঢাকা/ইমরান/রফিক