ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:০১, ৫ জানুয়ারি ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশির মৃত্যু

রবিউল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তের ওপারে বিএসএফের হাতে আটক এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম রবিউল ইসলাম।

রবিবার (৪ জানুয়ারি) তার মৃত্যু হয়। তবে, লাশ এখনো ফেরত দেয়নি বিএসএফ। রবিউল ইসলাম সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের এজাবুর রহমানের ছেলে।

আরো পড়ুন:

৫৩ বিজিবির অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান জানান, শনিবার রাতে রবিউল ইসলাম চোরাচালানের উদ্দেশে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে বিএসএফ সদস্যদের হাতে আটক হন। রবিউল ইসলাম মৃগী রোগী ছিলেন। আটকের পর হঠাৎ তার খিঁচুনি শুরু হয় এবং অসুস্থ হয়ে মারা যান। রবিবার রাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ মৃত্যুর এই কারণ ব্যাখ্যা করে। রবিউলের পরিবারের সদস্যরাও বিজিবিকে তার মৃগী রোগ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, ‘‘আইনি প্রক্রিয়া শেষে সোমবার রবিউলের মরদেহ বাংলাদেশে ফেরত দেওয়ার কথা রয়েছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’’

ঢাকা/শিয়াম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়