দিনাজপুরে বইছে মৃদু শৈতপ্রবাহ
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
তীব্র শীতের সাথে রয়েছে কুয়াশার দাপট।
গত দুইদিন থেকে দিনাজপুর শুরু হয়েছে মৃদু শৈতপ্রবাহ। হাড়কাঁপানো শীত আর ঠান্ডা বাতাসে জেলা জুড়ে ভোগান্তিতে রয়েছে মানুষ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ৯৪ শতাংশ।
দিনাজপুর জেলা আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকাল ৬টায় দেশের অন্যান্য কয়েকটি স্থানের তাপমাত্রা তেঁতুলিয়া (পঞ্চগড়) ৮.৬., রংপুর ১১.৯, বগুড়া ৯.৯, রাজশাহী ৭.০, ঈশ্বরদী (পাবনা) ৮.৫., রাজারহাট (কুড়িগ্রাম) ১০.৫, ডিমলা (নীলফামারী) ৯.২, বদলগাছি (নওগাঁ) ১১.০, যশোর ৯.২, চুয়াডাঙ্গা ৭.৫, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে।
তিনি আরো জানান, গত রবিবার (৪ জানুয়ারি) রাত হতে দিনাজপুর জেলার উপর দিয়ে একটি মৃদু শৈতপ্রবাহ শুরু হয়েছে। যা পরবর্তীতে আশপাশের জেলাসমূহে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলায় বিস্তার লাভ করে। চলমান শৈতপ্রবাহটি অব্যাহত থাকতে পারে এবং এটি আরো বিস্তার লাভ করতে পারে।
ঢাকা/মোসলেম/এস