ঢাকা     শুক্রবার   ১৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান শিল্প উপদেষ্টার 

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ১৬ জানুয়ারি ২০২৬  
‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান শিল্প উপদেষ্টার 

বান্দরবানে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত সভায় ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং জুলাই গণ-অভ্যুত্থান ও জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে বান্দরবান সদরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট ও বালাঘাটা চড়ুই পাড়া এলাকায় প্রচার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আরো পড়ুন:

উপদেষ্টা আদিলুর রহমান খান প্রচার সভায় উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “তরুণ প্রজন্ম জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে বদলে দিয়েছে এবং ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। ভবিষ্যতে যেন আর কখনো গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে এবং কোনোভাবেই ফ্যাসিবাদ ফিরে না আসে, সে লক্ষ্যেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে।”

তিনি আরো বলেন, অতীতে যে অন্যায়, অবিচার হয়েছে, তা আর হতে দেওয়া হবে না। এজন্য বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে জুলাই সনদ কার্যকর করা হয়েছে। এই সনদের প্রতি জনগণের সম্মতি নিতে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট হবে। এক ভোটে আগামী পাঁচ বচরের জন্য নির্ভয়ে আপনার পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবেন, আরেক ভোটে আগামী ১০০ বছরের জন্য আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। তাই, গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে।”

উপদেষ্টা আরো বলেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে দেশের সকল শিক্ষক, ধর্মীয় গুরু ও সমাজের সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে।” 

তিনি দাবি করেন, যারা জুলাই আন্দোলনের পক্ষে, তারা সবাই হ্যাঁ ভোটের পক্ষে। যারা ফ্যাসিবাদের পক্ষে, তারা ‘না’ বলবে। সকল ধর্মীয় গোষ্ঠী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ দেশের আপামর জনগণ জুলাই আন্দোলনের পক্ষে ঐক্যবদ্ধ থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।  

জেলা প্রশাসনের আয়োজনে এ প্রচার সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, পুলিশ সুপার মো.আব্দুর রহমান। সভায় বান্দরবানের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন কারবারি (গ্রাম প্রধান) উপস্থিত ছিলেন।

ঢাকা/চাইমং/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়