বিমানবন্দর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতি গ্রেপ্তার
রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলার সভাপতি মো. শাহিন শেখকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহিন শেখ রাজবাড়ী সদর উপজেলার মৃত লোকমান শেখের ছেলে।
পুলিশ জানায়, ২০২২ সালের মার্চ মাসে শাহিন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পান। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার নামে একাধিক মামলা রয়েছে।
ঢাকা/রবিউল/রাজীব