জাবি হলে মদসহ আটক শিক্ষার্থী বহিষ্কার
জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষ থেকে ২১ বোতল বিদেশি মদের বোতল উদ্ধারের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে প্রশাসন।
সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃত শিক্ষার্থী মো. ফজলে আজওয়াদ সরকার ও রাজনীতি বিভাগের (৫২তম ব্যাচ) ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি মীর মশারফ হোসেন হলের আবাসিক ছাত্র হলেও অবৈধভাবে নজরুল ইসলাম হলের ওই কক্ষে অবস্থান করছিলেন।
অফিস আদেশে উল্লেখ করা হয়, রবিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হল প্রশাসন অভিযান চালিয়ে কক্ষটির লকার ও খাটের নিচ থেকে ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করে এবং তাকে আটক করে। পরবর্তীতে হল প্রশাসনের তদন্ত প্রতিবেদনের আলোকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৪ (১) (গ) ধারা অনুযায়ী তাকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, ফজলে আজওয়াদ গত জাকসু ও হল সংসদ নির্বাচনে মীর মশারফ হোসেন হল সংসদে ছাত্রদলের প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে প্রার্থী ছিলেন। তবে এ ঘটনায় জড়িত থাকার সোমবার (৫ জানুয়ারি) ছাত্রদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে তাকে সংগঠনের কর্মী হিসেবে অস্বীকার করা হয়েছে।
ঢাকা/আহসান/জান্নাত