ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির যাত্রা 

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ৬ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির যাত্রা 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ক্যারিয়ার ক্লাবের ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটির তালিকা ঘোষণা করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে পবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের অফিশিয়াল ফেসবুক পেজের (PSTU Career Club) এক পোস্টের মাধ্যমে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়।  

নবগঠিত কমিটির পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের শিক্ষার্থী তরিকুল ইসলাম জয় এবং সহ-পরিচালক হিসেবে নিযুক্ত আছেন শায়েখ আহমেদ, শাদমান সৌমিক, শারমিন রিমা ও অন্তরা রায়।

ক্লাবের বিদায়ী পরিচালক মাহাদী আল হাসান বলেন, ‘সবার জন্য শুভকামনা এবং অভিনন্দন। অনেক অনেক ভালোবাসা রইলো। আশা করি ক্লাবের প্রত্যেক মেম্বার ভবিষ্যতে ভালো কিছু উপহার দিবে। সবার উদ্দেশে আমার একটা কথা, পদ কিংবা অবস্থা আসল বিষয় নয়। তোমার কর্মই আসল, যা দ্বারা তোমার ভবিষ্যৎ নিশ্চিত হবে।’

ক্লাবের নতুন পরিচালক তরিকুল ইসলাম জয় বলেন, ‘আমার এ দায়িত্ব নিঃসন্দেহে আমার সহকর্মীদের অবদান। সবার সহযোগিতা এবং দোয়া থাকলে পবিপ্রবি ক্যারিয়ার ক্লাবকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে সবাই একসাথে আরও ভালো কিছু উপহার দিবো। পবিপ্রবি ক্যারিয়ার ক্লাব আমার গর্ব।’

কমিটির অন্য সদস্যরা হলেন- সিফাত মাহমুদ সামি, মো. নকিব, জিন্নাত আরা নিশি, মো. জাহিদ হাসান সোয়েব, সোহেল আমিন সাকিব, কানিজ ফাতিমা মীম, অভিজিৎ মন্ডল, আশরাফুল ইসলাম রুকন, মো. মেহেদী, সাদিয়া আফরিন, শেখ কামরুজ্জামান, ফারজানা তিথি, মহসিনা শৈলী, মোহাম্মদ তাজরিয়ান আবিদ, আশীষ বিশ্বাস, মুত্তাকিন হোসেন সাকিব, শুভেন্দু বসু দিগন্ত, ফারহান লাবিব, শেখ মো. খাইরুল ইসলাম, শিবলী নোমান সিজার, মো. ফজলে রাব্বী, রায়হান আবির ও শাহারিয়ার আফ্রিদি। 

উল্লেখ্য পবিপ্রবি ক্যারিয়ার ক্লাব গত এক বছরে ক্যারিয়ার সম্বলিত বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার, অনলাইন ট্রেনিং, গভমেন্ট জব প্রিপারেশন, IELTS কোচিং, উচ্চতর শিক্ষার জন্য বিভিন্ন তথ্য প্রদানসহ সফট স্কিল, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের কাজ করেছেন।

 

পবিপ্রবি/কামরুজ্জামান/মাহি

রাইজিং বিডি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়