ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শাবিতে টার্মটেস্ট অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ১৯ অক্টোবর ২০২০  
শাবিতে টার্মটেস্ট অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত

বর্তমান করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় না খোলায় অনলাইনে টার্মটেস্ট ও কুইজ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

রোববার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সিন্ডিকেট সূত্রে জানা যায়, ‘ইউজিসি থেকে ক্যাম্পাস খোলার ব্যাপারে এখনো কোনো নির্দেশনা না আসায় এবং করোনার কারণে বিশ্ববিদ্যালয় খোলার মতো এখনও তেমন পরিস্থিতি তৈরি না হওয়ায় শিক্ষার্থীরা যাতে সেশনজটে না পরে, সে জন্য টার্মটেস্ট, কুইজ ও ভাইবা অনলাইনে নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলমান সেমিস্টারের টার্মটেস্ট ও কুইজ পরীক্ষা নভেম্বরের মধ্যে ও বিগত সেমিস্টারের পরীক্ষাগুলো ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করতে ডিপার্টমেন্টগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।  

টার্মটেস্ট ও কুইজ পরীক্ষা নেওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূরের নেতৃত্বে তৈরি করা সফটওয়্যারকে কাজে লাগিয়ে লিখিত পরীক্ষা নেওয়া যেতে পারে। তবে এখনও তা সিদ্ধান্ত হয়নি। এটিকে আরও পরীক্ষা-নিরীক্ষা করে লিখিত পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানা যায়।

শাবিপ্রবি/মাসুদ/মাহি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ