ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাহবুব এ রহমানের ‘ভূত স্যার’ বইয়ের মোড়ক উন্মোচন 

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ১৭ জানুয়ারি ২০২১  
মাহবুব এ রহমানের ‘ভূত স্যার’ বইয়ের মোড়ক উন্মোচন 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী, ক্যাস্পাস সাংবাদিক ও শিশু সাহিত্যিক মাহবুব এ রহমানের ‘ভূত স্যার’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।  

রোববার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইটির মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান এবং প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া এবং চবি সাংবাদিক সমিতির নেতারা।

উপাচার্য বলেন, ‘ক্লাসের বাইরে শিক্ষার্থীদের এ ধরনের সৃষ্টিশীল কাজ আমাদের জন্য গর্ব করার মতো৷ শিক্ষার্থীরা এ ধারা অব্যাহত রাখবে।’ 

অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি প্রতিযোগিতায় শিশুসাহিত্য বিভাগের নির্বাচিত পাণ্ডুলিপি হিসেবে বইটি প্রকাশ করছে অক্ষরবৃত্ত প্রকাশন। 

মাহবুব এ রহমান বলেন, ‘আমি এর আগে শিশু-কিশোরদের জন্য ‘ফুল পাখিদের মেলা’, ‘মুমু ও তার ফুলপরি বন্ধুরা’ বইগুলো লিখেছি। এবারও তাদের জন্য ‘ভূত স্যার’ বইটি লিখেছি। আশা করি ছোট্ট বন্ধুদের বইটা ভালো লাগবে। ইতোমধ্যে ভূত স্যার অনলাইনে সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের তালিকায় স্থান পেয়েছে। এটা আমার জন্য আনন্দের।’ 

ঢাকা/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়