ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয়ে রোটার‌্যাক্ট ক্লাবের যাত্রা

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ৩১ মার্চ ২০২১   আপডেট: ১৪:৪৫, ৩১ মার্চ ২০২১
নজরুল বিশ্ববিদ্যালয়ে রোটার‌্যাক্ট ক্লাবের যাত্রা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে রোটার‌্যাক্ট ক্লাব। 

ক্লাবটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আশিকুল হক আল মাসুম ও সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী অজিত চন্দ্র দাশ।

বুধবার (৩১ মার্চ) সংগঠন সূত্রে এ তথ্য জানা যায়। 

এছাড়া ২৭ সদস্যবিশিষ্ট প্রতিষ্ঠাকালীন কমিটিতে রয়েছেন সহ-সভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর, কোষাধ্যক্ষ সাদ কবির। 

এখন থেকে রোটার‌্যাক্ট ডিস্ট্রিক্ট ৩২৮১ বাংলাদেশের নির্দেশনায় এর সদস্যদের দক্ষতাগত উন্নয়ন ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নেবে ক্লাবটি।  

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি এই বিশ্ববিদ্যালয়ে ক্লাবটি গঠিত হয়েছে ও গত ১১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্লাবটি পরিচালনার অনুমতি দেয় রোটারি ইন্টারন্যাশনাল।

জাককানইবি/ফাহাদ/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়