ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ১০ জুন ২০২১  
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইনান্স বিভাগের শিক্ষার্থী ওমর ফারুকের মৃত্যু হয়েছে। তার বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলার জয়নাথপুর গ্রামে। বাবার নাম মুহসীন আলী। 

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ চলাকালে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ জেলার আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোজাম্মেল হক।

তিনি বলেন, দুপুরে নিজ বাড়িতে গ্রিলের দরজা লাগানোর কাজ করছিলেন তিনি। এমন সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হলে তাকে থানা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে ফারুকের সহপাঠী কাওছার হোসেন জীবন বলেন, আজ দুপুরে ফারুকের বাড়িতে বৈদ্যুতিক কাজ চলছিল। একসময় বিদ্যুৎস্পৃষ্ট হন ফারুক। সেখান থেকে তাকে থানা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইফুর/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়