ঢাকা     সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

আইইউবিএটির ক্যারিয়ার ফেস্টিভ্যালে শিক্ষার্থীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ১২ ডিসেম্বর ২০২১   আপডেট: ১২:৪০, ১২ ডিসেম্বর ২০২১

মেধাবী তরুণদের স্বপ্নের প্রতিষ্ঠানে চাকরির সুযোগ করে দিতে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) অনুষ্ঠিত হয়েছে ‌‘আইইউবিএটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২১’।  

শনিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় ফেস্টিভ্যালের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। দিনব্যাপী চলেছে এ আয়োজন।

দেশি-বিদেশি মোট ৮৫টি প্রতিষ্ঠান প্রায় ৫ শতাধিক পদে যোগ্য প্রার্থী খুঁজে নিতে অংশ নিয়েছে এই ফেস্টিভ্যালে। সারাদেশের চাকরি প্রত্যাশীদের জন্য উন্মুক্ত ছিল এ আয়োজন।

আয়োজন চলাকালে কিছু কিছু প্রতিষ্ঠান সরাসরি জীবনবৃত্তান্ত সংগ্রহ, বাছাই ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে সঙ্গে সঙ্গেই চাকরির প্রস্তাব দিয়েছে। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠান পরবর্তী সময়ে প্রধান কার্যালয় থেকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেবে বলেও জানিয়েছে। মেলায় নিয়োগের পাশাপাশি ক্যারিয়ার উন্নয়ন, প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন ছিল।

আইইউবিএটির প্লেসমেন্ট অফিসের আয়োজনে ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২১-এর ইভেন্ট পার্টনার হিসেবে ছিল এক্সিলেন্স বাংলাদেশ।

ফেস্টিভ্যালে অংশ নিয়েছিল দেশের ইলেক্ট্রনিক জায়ান্ট প্রতিষ্ঠান ওয়ালটন। সকাল থেকেই চাকরি প্রত্যাশীদের ভিড় দেখা যায় কোম্পানিটির স্টলে। এবারের আয়োজনে অংশ নিয়ে ওয়ালটন গ্রুপের এইচআর বিভাগের কর্মকর্তা ফারিন বলেন, ‘আমরা দেখেছি বরাবরের মতো ফেস্টিভ্যালে ওয়ালটনে চাকরি প্রত্যাশীদের ভিড় থাকে। আজও ছিল। আমরা চাকরি প্রত্যাশীদের সিভি নিয়েছি। এখান থেকে বাছাই করে তাদের পরবর্তীতে সুযোগ দেওয়া হবে।’

চেইনশপ স্বপ্নের এইচআর প্রধান শাহ মো. রিজভী রনি বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ক্যারিয়ার ফেয়ার, সত্যিই ভালো উদ্যোগ। এখান থেকে শিক্ষার্থীরা দিনব্যাপী দেশের সবচেয়ে বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে পরিচিত হতে পেরেছেন। সিভি জমা দিয়েছেন। অনেকের চাকরিও হবে। আমাদের স্বপ্নেও শতাধিক সিভি জমা পড়েছে। স্বপ্ন তরুণদের সঙ্গে আছে, থাকবে।’   

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ফেস্টিভ্যালে অংশ নিয়েছিলেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থী রুবইয়াত তানজুম। তিনি বলেন, ‘পড়াশোনা শেষ করার পর বেশির ভাগ শিক্ষার্থী চাকরি খোঁজেন। কেউ পান, আবার কেউ পান না। তাদের অনেকে জানেন না কীভাবে কোম্পানিগুলোতে সিভি জমা দিতে হয়। আজ অনেক তরুণ মেলায় অংশ নিয়েছেন। তারা অন্তত করপোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পরিচিত হতে পেরেছেন।’  

এক্সিলেন্স বাংলাদেশের সিইও বেনজির আবরার বলেন, ‘আমরা সবসময় তারুণ্যের জন্য ভালো কিছু করার চেষ্টা করি। সেই উদ্দেশ্য থেকেই এমন আয়োজন। আশা করি এর মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবে আমাদের মেধাবীরা। দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫ হাজার চাকরি প্রত্যাশী শিক্ষার্থী অংশ নিয়েছিল।’ 

আইইউবিএটির পাবলিক রিলেশন ও প্লেসমেন্ট অফিসের ডেপুটি ডিরেক্টর আল আমিন সিকদার শিহাব বলেন, ‘করোনাকালের ধাক্কা সামলে আমরা চেষ্টা করেছি তারুণ্যের জন্য ভালো কিছুর করার। এ ফেস্টিভ্যালে চাকরিপ্রার্থীরা দেশের বিভিন্ন পর্যায়ের নামিদামি কোম্পানি ও প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বর্তমান সময়ের যে পরিবর্তন, তার সঙ্গে তাল মিলিয়ে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করতে পেরেছেন। সফলভাবেই সম্পন্ন হয়েছে এবারের ফেস্টিভ্যাল।’

/মাহি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়