ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুড়িগ্রামে জবি রোভারের শীতবস্ত্র বিতরণ

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ২৯ জানুয়ারি ২০২২  
কুড়িগ্রামে জবি রোভারের শীতবস্ত্র বিতরণ

‘সবার প্রতি আহ্বান, শীতার্তদের পাশে দাঁড়ান’ স্লোগানকে সামনে রেখে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ও রোভার স্কাউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

শুক্রবার (২৮ জানুয়ারি) কুড়িগ্রাম সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক মির্জা নাসির উদ্দীন। এসময় উপস্থিত রোভার সদস্য ও অন্য অতিথিরা ৩ শতাধিক অসহায়ের মাঝে স্যুয়েটার, কম্বল, শাল ও অন্য শীতবস্ত্র বিতরণ করেন। 

কুড়িগ্রাম জেলা রোভারের সম্পাদক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিশনার আবদুল ওয়াদুদ, সহকারী কমিশনার রোকসানা পারভীন এবং সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান খান।

আরও ছিলেন জবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মোল্লা মামুন হাসান, সম্পাদক আনোয়ার হোসেন, শীতবস্ত্র বিতরণ দলের সদস্য মামুনুর রশিদ, মো. কামরুল হাসান, আলমগীর হোসেন, এসকে জামিরুলসহ অন্য রোভার সদস্যরা শীতবস্ত্র বিতরণে অংশগ্রহণ করেন।

জবি রোভার-ইন-কাউন্সিলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও জবি রোভার স্কাউট গ্রুপ অসহায় শীতার্তদের পাশে রয়েছে, ভবিষ্যতেও থাকবে। বিত্তশালীদের প্রতি আহ্বান, তারাও যেন শীতার্তদের পাশে দাঁড়ান।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

মেহেদী/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়