ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সেমিনার

আশিকুর রহমান, নজরুল বিশ্ববিদ্যালয়  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ৩ মার্চ ২০২২  
নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সেমিনার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের উদ্যোগে ‘তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ফোকলোর’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সকাল ১১টায় শুরু হয়। চলবে দিনব্যাপী। অতিথিদের অনেকে ভার্চুয়ালি সংযুক্ত হন।

আরো পড়ুন:

সেমিনারের উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন বলেন, বর্তমান যুগ হচ্ছে প্রতিযোগিতার যুগ। ছাত্রছাত্রীরা জ্ঞানে সমৃদ্ধ হবে, বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতা করে পদক নিয়ে আসবে। এতে বিশ্ববিদ্যালয়ের সম্মান বয়ে আনবে। শিক্ষার্থীদের দক্ষ করতে আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। 

নজরুল বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ শিক্ষার্থীদের জন্য যেসব বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে, তাতে সন্তোষ জানিয়ে তিনি বলেন, আমাদের ছাত্রছাত্রী যারা ফোকলোর বিভাগ থেকে পাস করে বের হবে, তাদের যেন পরবর্তীতে বিভাগের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়, সে বিষয়টি ভবিষ্যতে নিশ্চিত করতে হবে।

ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন বলেন, দেশি-বিদেশি গবেষকদের সমন্বয় ও অংশগ্রহণের মধ্যদিয়ে বৈশ্বিক ফোকলোর চর্চার ধারা অধিকতর প্রসারিত ও বেগবান হবে বলে মনে করছি।

সেমিনারে স্পিকার হিসেবে যুক্ত ছিলেন ভারতের উড়িষ্যার কলিঙ্গ ইউনিভার্সিটি অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির সহযোগী অধ্যাপক ড. সীমা কুমারী, পশ্চিমবঙ্গের বিজেএমএম মহাবিদ্যাপীঠের সহকারী অধ্যাপক ড. অমিত বৈরাগী, মহারাষ্ট্রের ইনস্টিটিউট অব কেমিক্যাল টেকনোলজির সহকারী অধ্যাপক ড. কপিল সাগরোলিকার। 

বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান মো. বাকী বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম। যৌথভাবে মূল প্রবন্ধ উত্থাপন করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ড. মো. সাইফুল ইসলাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তফা তারেকুল আহসান। মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. রাকিবুজ্জামান ও প্রভাষক নাইমা আক্তার।

/মাহি/

সর্বশেষ

পাঠকপ্রিয়