ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদত্যাগ না করায় চবি উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ১১ আগস্ট ২০২৪   আপডেট: ১৯:৩৯, ১১ আগস্ট ২০২৪
পদত্যাগ না করায় চবি উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহেরকে ক্যাম্পাসে সারাজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

রোববার (১১ আগস্ট) টানা তৃতীয় দিনের মতো চবি উপাচার্যসহ প্রশাসনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পদত্যাগ না করায় এবার উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেছে চবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

আরো পড়ুন:

এর আগে, শনিবার (১০ আগস্ট) শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছে বিশ্ববিদ্যালয়টির পুরো প্রক্টরিয়াল বডি ও তিনটি হলের প্রাধ্যক্ষগণ।

শিক্ষার্থীদের দাবি, ছাত্র জনতার অভ্যুত্থানে চবি প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। জোর করে মেয়েদের হল ত্যাগে বাধ্য করেছিল। এছাড়া হতাহতের ঘটনায় তারা কোনো পদক্ষেপ নেয়নি। তাই শিক্ষার্থীরা প্রশাসনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া চবি শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফি বলেন, চবিয়ানদের পক্ষ থেকে উপাচার্যকে সারাজীবনের জন্য ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

/মিজান/মেহেদী/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়