ঢাকা     শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৫ ১৪৩২

গাজায় ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে জবিশিসের মানববন্ধন 

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ২০ মার্চ ২০২৫  
গাজায় ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে জবিশিসের মানববন্ধন 

গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা এ কর্মসূচি পালন করেন তারা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মোশাররাফ হোসেনের সভাপতিত্বে এতে শিক্ষকরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দও অংশগ্রহণ করে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “ফিলিস্তিনিরা আজ হামলার শিকার হচ্ছে, আমাদেরও একই অবস্থা হতে পারে। তাই সবাইকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বাংলাদেশে বিগত বছরগুলোতে অসংখ্য ইজরায়েলি পণ্য কেনা হয়েছিল, যা দিয়ে দেশের জনগণের ওপর গুপ্তচর বৃত্তি চালানো হয়েছে। সেসব পণ্য নিষিদ্ধ করতে হবে। বিগত সময়ে যত ইসরায়েলি জাহাজ দেশে এসেছে, সবগুলোর তথ্য প্রকাশ করতে হবে।”

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দিন বলেন, “বিশ্ব আজ যে নির্মম চিত্র দেখছে, তা কোনোভাবেই কাম্য নয়। পবিত্র রমজানে যখন পুরো বিশ্ব ঘুমিয়ে, সেখানে আমার ফিলিস্তিনি ভাই বোনদের হাহাকার। আমি ইন্তেফাদা ফাউন্ডেশনকে আহ্বান করবো, তারা যেন ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায়। আমরা নিজের সাধ্যমতো সাহায্য করবো।”

মানববন্ধনের শেষে ফিলিস্তিনের শোষিত ও নির্যাতিত জনগণের জন্য বিশেষ দোয়া ও ফিলিস্তিনি জনগণের মুক্তি কামনা করা হয়।

ঢাকা/লিমন/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়