ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে বাকৃবিতে ইফতার

বাকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ২০ মার্চ ২০২৫  
শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে বাকৃবিতে ইফতার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র বিষয়ক বিভাগের উদ্যোগে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিনি সম্মেলন কক্ষে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য ও শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ইফতারের পূর্বে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণ কামনা করে দোয়া করা হয়। 

ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. শহীদুল হকের সভাপতিত্বে এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া। 

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. রফিকুল ইসলাম সরদার, কোষাধ্যক্ষ (চলতি দায়িত্ব) অধ্যাপক মো. হুমায়ুন কবির, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হেলাল উদ্দীন, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক মো. সামছুল আলম, বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক মো. হাম্মাদুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আসাদুজ্জামান সরকার প্রমুখ।

ইফতার মাহফিলে বাকৃবি উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “যে বিশ্ববিদ্যালয় থেকে আমাদের জীবিকার ব্যবস্থা হয়, তার প্রতি আমাদের সবাইকে আরো দায়িত্বশীল হতে হবে। আমরা সবাই মিলে যদি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করি, তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত হবে।”

তিনি বলেন, “রমজান আমাদের সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এ শিক্ষাকে আমরা নিজেদের জীবন ও কর্মে প্রতিফলিত করতে পারলে শুধু ব্যক্তিগত উন্নতি নয়, সামগ্রিকভাবে সমাজ ও দেশও উপকৃত হবে। সবার প্রতি আমার আহ্বান, আমরা যেন একে অপরের কল্যাণে কাজ করি এবং দেশের অগ্রগতিতে অবদান রাখি।”

ঢাকা/লিখন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়