ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

লাঠিচার্জের পর বৃষ্টিতেও বিক্ষোভে অনড় জবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ১৪ মে ২০২৫   আপডেট: ১৬:৪৩, ১৪ মে ২০২৫

পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ‘লং মার্চ টু যমুনা’ ছত্রভঙ্গ করার চেষ্টা ব্যর্থ হওয়ার পর বৃষ্টিতেও দমেননি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রাজধানীর রমনায় মৎস্য ভবনের সামনে পুলিশের ব্যারিকেডের বাধায় থমকে যায় লং মার্চ টু যমুনা। সেখানে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ চড়াও হয়। তারপরও সরেননি তারা। এরপর আকাশ কালো হয়ে আসে বৃষ্টি। বৃষ্টি মাথায় তারা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন এলাকাটি।

পূর্ণাঙ্গ আবাসন, বিশ্ববিদ্যালয়ের জন্য ঘোষিত বাজেটে কাটছাঁট বন্ধ করা এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদনের তিন দাবিতে বুধবার (১৪ মে) সকালে লং মার্চ নিয়ে ক্যাম্পাস থেকে যমুনার দিকে রওনা হন জবি শিক্ষার্থীরা।

আরো পড়ুন:

জবি শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ফিরবেন না।

লং মার্চে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ছোড়া এবং লাঠিচার্জের তীব্র প্রতিবাদ জানিয়ে কথা বলেন জবি শিক্ষার্থীরা।

তারা প্রশ্ন তুলেছেন, জুলাই বিপ্লব কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করেছেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছিল না?  তারা এলে সোজা যমুনায় প্রবেশ করতে পারে; জগন্নাথ কেন পারে না?

তাদের আরো প্রশ্নের মধ্যে রয়েছে, জুলাই বিপ্লবে জগন্নাথের শিক্ষার্থীদের রক্ত কি ঝরেনি? তাহলে জগন্নাথের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে এলে, তাদের ওপর কেন টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ছোঁড়া হয়?

শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না করে তারা ঘরে ফিরবেন না। তবে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম সফরে ব্যস্ত সময় কাটাচ্ছেন। চট্টগ্রাম বন্দরের অনুষ্ঠানসহ একাধিক স্থানে গুরুত্বপূর্ণ সূচি রয়েছে তার। তবে শিক্ষার্থীরা বলছেন, তিনি চট্টগ্রাম থেকেই তাদের দাবি পূরণের ঘোষণা দিলে তারা ক্যাম্পাসে ফিরে যাবেন।

ঢাকা/সুকান্ত/রাসেল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়