এনসিপির ওপর হামলার প্রতিবাদে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ
ববি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামনে সড়ক অবরোধ
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামনে শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ অবরোধ করেন।
এ সময় তারা সারা বাংলাদেশের পলাতক নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগকে হুঁশিয়ারি দেন এবং গোপালগঞ্জে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ভার অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলে জানান।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ও আইন বিভাগের শিক্ষার্থী সিরাজুল ইসলাম বলেন, “এটা একটি প্রতীকী অবরোধ, যেখানে নিষিদ্ধ ছাত্রলীগ ও সন্ত্রাসী আওয়ামী লীগের জন্য একটি সতর্কবার্তা। গোপালগঞ্জ থেকে যদি আওয়ামী লীগ অথবা ছাত্রলীগের পুনর্বাসন করা হয়, তাহলে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং সারা বাংলাদেশ থেকে তার জবাব দেওয়া হবে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক মো. জিসান হোসেন বলেন, “দীর্ঘ একটি যুগ গোপালগঞ্জ ফ্যাসিবাদী আওয়ামী লীগের আস্তানা ছিল। জুলাই বিপ্লবের সম্মুখসারীর নেতারা ও বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল এনসিপির পক্ষ হয়ে গোপালগঞ্জে পদযাত্রার সময় সেখানকার স্থানীয় নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা ও ধ্বংসাত্মক আক্রমণ চালায়। এর প্রতিবাদে আমরা বরিশাল-পটুয়াখালী মহাসড়ক সাময়িক অবরোধ করি।”
ঢাকা/সাইফুল/মেহেদী