ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জবি দ্বিতীয় ক্যাফেটেরিয়া দ্রুত চালুর দাবি

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ৩০ জুলাই ২০২৫  
জবি দ্বিতীয় ক্যাফেটেরিয়া দ্রুত চালুর দাবি

দ্বিতীয় ক্যাফেটেরিয়া দ্রুত চালুর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাফেটেরিয়া দ্রুত চালুর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ। 

বুধবার (৩০ জুলাই) প্রশাসনিক ভবনে সংগঠনটির নেতারা স্মারকলিপি প্রদান করেন।

আরো পড়ুন:

এ সময় উপস্থিত ছিলেন আপের জবি শাখার সংগঠক তাওহিদুল ইসলাম, তাফহিম রাফি, মেহরাব হোসেন অপি, আশিক আহমেদ রাতুল, মাবরুর বিন মাসুদ প্রমুখ।

স্মারকলিপিতে তারা বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৭ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। অথচ একটিমাত্র ক্যাফেটেরিয়া শিক্ষার্থীদের চাহিদা মেটাতে পারছে না। দ্বিতীয় ক্যাফেটেরিয়ার নির্মাণকাজ শেষ হলেও গত ৬ মাস ধরে সেটি বন্ধ রয়েছে।

দ্বিতীয় ক্যাফেটেরিয়াটি চালু হলে শিক্ষার্থীরা সাশ্রয়ী মূল্যে খাবার পাবেন এবং ভোগান্তি কমবে। এজন্য প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।

ইউনাইটেড পিপলস (আপ) জবি শাখার সংগঠক তাওহিদুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের খাবার সংক্রান্ত সমস্যা চলছে। দ্বিতীয় ক্যাফেটেরিয়ার অবকাঠামো নির্মাণ শেষ হলেও অদৃশ্য কারণে এটি চালু হয়নি। দ্রুত এটি চালু না হলে শিক্ষার্থীদের কষ্ট আরো বাড়বে।”

তিনি বলেন, “একটি জনবহুল বিশ্ববিদ্যালয়ে একটিমাত্র ক্যাফেটেরিয়া যথেষ্ট নয়। ফলে শিক্ষার্থীদের অনেককেই বাইরে গিয়ে ব্যয়বহুল খাবার কিনতে হচ্ছে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফুডকোর্ট চালুর কথা ছিল অনেক আগেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বাস দিয়েছিল চলতি জুলাই মাসেই এটি চালু হবে। কিন্তু এখনো উদ্বোধনের তারিখ ঘোষণা হয়নি।

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়