ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছাত্রদল নেতার চুরি যাওয়া মোবাইল থেকে আপত্তিকর পোস্ট

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ২৭ আগস্ট ২০২৫  
ছাত্রদল নেতার চুরি যাওয়া মোবাইল থেকে আপত্তিকর পোস্ট

ঢাবি শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী মেহেদী হাসানের দুইটি মোবাইল চুরি হয়েছে। এরপর থেকেই তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিক আপত্তিকর পোস্ট দেওয়ার ঘটনা ঘটেছে। ইতোমধ্যে সেসব পোস্ট ফেসবুকে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে মোবাইল দুইটি চুরির পর এ ঘটনা ঘটে । বিষয়টি জানাজানি হলে ছাত্রদলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তা দেন এবং বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।

আরো পড়ুন:

চুরি হওয়া ফোন থেকে মেহেদীর ফেসবুক আইডিতে কয়েকটি অস্বাভাবিক স্ট্যাটাস দেওয়া হয়। একটি পোস্টে সংখ্যা দিয়ে স্লোগানমুখী লেখা এবং আরেকটিতে ব্যক্তিগত ইঙ্গিতপূর্ণ বার্তা প্রকাশ করা হয়।

এ বিষয়ে ডাকসুর ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সতর্ক করে লেখেন, “মেহেদীর ফোন চুরি হয়েছে, তার অ্যাকাউন্ট থেকে যেকোনো বিভ্রান্তিকর পোস্ট বা মেসেজ এড়িয়ে চলুন।” একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিমও।

ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী মানসুরা আলম অভিযোগ করে বলেন, “এটি সাধারণ ছিনতাই নয়, বরং পরিকল্পিতভাবে করা হয়েছে। র‌্যান্ডম ছিনতাইকারী সাধারণত আইডি হ্যাক করে ব্যক্তিগত তথ্য বের করার চেষ্টা করে না। মনে হচ্ছে, এ ঘটনার পেছনে একটি গোষ্ঠী রয়েছে।”

ঘটনার বিষয়ে জানতে ছাত্রদল নেতা মেহেদী হাসানের হোয়াটসঅ্যাপে ও মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া গেছে।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়