কয়েকটি ফেসবুক পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন
ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে প্রোপাগান্ডা চালানোর অভিযোগে কয়েকটি ফেসবুক পেজের বিরুদ্ধে অভিযোগ নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (৬ সেপ্টেম্বর) ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নানা ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। প্রার্থীদের নিয়ে নানাভাবে চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দ্ব্যার্থহীন কণ্ঠে আবারো ঘোষণা করা হচ্ছে- এ ধরনের কয়েকটি চিহ্নিত সোশ্যাল মিডিয়া (ফেসবুক) পেজের বিরুদ্ধে আমরা আচরণবিধির আওতায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আরো কয়েকটি সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর আওতায় ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি।
ঢাকা/সৌরভ/মেহেদী