ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গভীর রাতে জাবির বিভিন্ন গেটে ৫ শতাধিক শিবির সমর্থকের অবস্থান

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ১২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১০:৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫
গভীর রাতে জাবির বিভিন্ন গেটে ৫ শতাধিক শিবির সমর্থকের অবস্থান

জাবির বিভিন্ন গেটে শিবির সমর্থকদের অবস্থান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয় বৃহস্পতিবার রাতেই। ফলাফল জানানো হবে আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর)। 

তবে এই ভোট গণনার মধ্যেই গতকাল গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোর সামনে ও আশেপাশে ছাত্রশিবিরের সমর্থকদের অবস্থান নিতে দেখা যায়।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেট ঘুরে দেখা যায়- ডেইরি গেট, প্রান্তিক গেট এবং বিশমাইল গেট এলাকায় শিবিরের প্রায় পাঁচ শতাধিক সমর্থক অপেক্ষা করছেন। 

অবস্থানের কারণ জানতে চাইলে শিবির সমর্থকরা জানান, ডাকসুর পর জাকসুতেও যদি ছাত্রশিবির ভালো করে তাহলে সারা দেশেই এর প্রভাব পড়বে, একরকম আলোড়ন তৈরি হবে। মূলত উৎসাহ থেকেই আমরা এখানে অপেক্ষা করছি। ফলাফল জেনেই তারপর চলে যাব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম রাশিদুল আলম বলেন, “বিষয়টি আমি অবগত না। আমি নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করছি। সিকিউরিটি টিমকে জানাচ্ছি। তারা বিষয়টি দেখবে।”

ঢাকা/সাব্বির/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়