ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গকসু নির্বাচন: সকালেই ভোটারদের সরব উপস্থিতি

গবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ২৫ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১১:১৮, ২৫ সেপ্টেম্বর ২০২৫
গকসু নির্বাচন: সকালেই ভোটারদের সরব উপস্থিতি

ভোট দিতে এসেছেন শিক্ষার্থীরা

৭ বছর পর গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর পর থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ১৯টি কেন্দ্রে দুপুর ৩টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

ভোট শুরুর আগেই মূল ফটক থেকে বাদামতলা, ট্রান্সপোর্ট চত্বরসহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের লম্বা সারি দেখা যায়। কেউ বই হাতে, কেউবা প্ল্যাকার্ড হাতে আবার কেউ স্লোগান দিতে দিতে ভোটকেন্দ্রে যাচ্ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দিতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত।

আরো পড়ুন:

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১ জন। সকাল থেকেই তাদের উল্লেখযোগ্য অংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন। নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, শান্তিপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে ভোটগ্রহণ চলছে।

ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী নোমান বলেন, “নিরাপদ পরিবেশে অত্যন্ত শৃঙ্খলাপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশনের নেওয়া উদ্যোগগুলো প্রশংসনীয়।”

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী রতুল বলেন, “ভোটকেন্দ্রের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই। তবে বায়োকেমিস্ট্রি বিভাগের ৩৭৩ জন ভোটারকে একটি মাত্র কেন্দ্রে ভোট দিতে হওয়ায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।”

ঢাকা/সানজিদা/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়