কুরআন অবমাননার প্রতিবাদে কুবিতে কুরআন বিতরণ
কুবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুরআন বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে এ কর্মসূচিটি পালন করা হয়।
কুরআন বিতরণের পাশাপাশি কুরআন সম্পর্কিত কুইজ এবং উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়।
এ ব্যাপারে কুবির কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি রিফাতুল ইসলাম বলেন, “নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ব পাল নামে এক কুলাঙ্গার পবিত্র কুরআনের অবমাননা করেছে। যারা কুরআন পড়ে না, নামাজ পড়ে না, তাদেরও ভিডিওটা দেখে হৃদয়ে নাড়া দিয়েছে। এটা সহ্য করার মতো না। আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তারই প্রতিবাদস্বরূপ আমাদের এই কুরআন অ্যান্ড কালচার স্টাডি ক্লাবের উন্মুক্ত কোরআন বিতরণ অনুষ্ঠান।”
তিনি বলেন, “আমাদের প্রত্যেকের অন্তরে যেন এই আল কুরআনের আলো পৌঁছে যায়। আমাদের দিনের শুরুটা যেন হয় নামাজ দিয়ে এবং কুরআন পাঠের মাধ্যমে। এটা বাস্তবায়নের জন্য আমরা কুরআন বিতরণ কর্মসূচি পালন করছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি, যারা শুরু থেকে আমাদের সাহায্য করে আসছেন।”
ঢাকা/এমদাদুল/মেহেদী