ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জবি শিক্ষার্থী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ২০ অক্টোবর ২০২৫   আপডেট: ১৬:২৬, ২০ অক্টোবর ২০২৫
জবি শিক্ষার্থী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।

রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়গুলোতে পৃথকভাবে এসব কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। রাইজিংবিডির বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত¬—

আরো পড়ুন:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)
শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ ও বংশাল থানা ঘেরাও করেছেন জবি শিক্ষার্থীরা। রবিবার রাতে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে রায়সাহেব বাজার ও তাঁতীবাজার মোড় প্রদক্ষিণ করে। পরে তাঁতীবাজার মোড়ে গিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।

অবরোধ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা বংশাল থানার সামনে অবস্থান নিয়ে থানাকে ঘেরাও করেন। তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

এর আগে, রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলও জুবায়েদ হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে সমাবেশ থেকে ছাত্রদল নেতারা হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জুবায়েদ রহমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইবি শাখা ছাত্রদল। রবিবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে।

মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন, যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, আবু দাউদ, আহসান হাবীব, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন প্রমুখ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ রহমানকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুবি শাখা ছাত্রদল। রবিবার রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিল শুরু হয়ে দক্ষিণ মোড় প্রদক্ষিণ করে পুনরায় মূল ফটকে এসে শেষ হয়। 

এ সময় ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলিতে টিউশনিতে গিয়েছিলেন জবি ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন। ছাত্রীর বাসার সিড়িতে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তিনি জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ঢাকা/লিমন/এমদাদুল/তানিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়