ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছবিসহ জকসুর ভোটার তালিকা প্রকাশ, বিপাকে পর্দানশীন ছাত্রীরা

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ১৩ নভেম্বর ২০২৫  
ছবিসহ জকসুর ভোটার তালিকা প্রকাশ, বিপাকে পর্দানশীন ছাত্রীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

বুধবার (১২ নভেম্বর) রাতে জকসুর অফিসিয়াল ওয়েবসাইটে শিক্ষার্থীদের ছবিসহ তালিকাটি প্রকাশ করা হয়।

আরো পড়ুন:

তালিকা প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেক শিক্ষার্থী মনে করছেন, ছবিসহ এই তালিকা প্রকাশের মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা ও তথ্য নিরাপত্তা ব্যাহত হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ভোটার তালিকা প্রকাশ করা প্রয়োজনীয় হলেও, ছবিসহ তালিকাটি সবার জন্য উন্মুক্ত রাখা ঠিক হয়নি। তাদের মতে, এটি প্রত্যেকের নিজস্ব স্টুডেন্ট আইডি লগইনের মাধ্যমে সীমিতভাবে প্রকাশ করা যেত।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক পর্দানশীন নারী শিক্ষার্থী বলেন, “আমি ব্যক্তিগতভাবে পর্দা মেনে চলি। বিশ্ববিদ্যালয়ের বাইরে আমার ছবি প্রকাশ্যে দেখা আমার পরিবারের জন্যও অস্বস্তিকর। ভোটার তালিকায় ছবি থাকা নিয়ে আপত্তি নেই, কিন্তু সেটি সবার জন্য উন্মুক্ত রাখা আমাদের গোপনীয়তার লঙ্ঘন।”

বাংলা বিভাগের শিক্ষার্থী জিহাদ ইসলাম শাওন বলেন, “আমার অনেক বান্ধবী ইসলামি বিধান মেনে পর্দা করে। কিন্তু ভোটার তালিকায় তাদের ছবি প্রকাশ করা হয়েছে। নারী শিক্ষার্থীদের ছবিগুলো হাইড করার সুযোগ রাখলে ভালো হত।”

আরেক শিক্ষার্থী রাফিউল আহসান ফেসবুকে লিখেছেন, “প্রশাসন ছবিসহ ভোটার লিস্ট উন্মুক্ত করেছে, যেখানে অনেকে পর্দা মেইনটেইন করেন। মিনিমাম সিকিউরিটি রাখা উচিত ছিল।”

জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, “নারী শিক্ষার্থীদের ছবিসহ ভোটার তালিকা প্রকাশ অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে হাইকোর্টে রিটের নজির থাকা সত্ত্বেও জবি প্রশাসন বিষয়টি গুরুত্ব দেয়নি। আমরা দ্রুত এই তালিকা সংশোধনের দাবি জানাই।”

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, “শিক্ষার্থীরা ভোটের সময় ছবিসহ তালিকা রাখার পক্ষে মত দিয়েছিল। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই টেকনিক্যাল কমিটি ছবিসহ তালিকা প্রকাশ করেছে। তবে এখন শিক্ষার্থীদের মতামতের আলোকে আমরা বিষয়টি আবার আলোচনা করব। প্রয়োজনে ছবি পরিবর্তন বা অপসারণ করা হবে।”

এর আগে, গত ৩ নভেম্বর জবি শাখা ছাত্রদল জকসু নির্বাচন কমিশনের কাছে একটি স্মারকলিপি দেয়। সেখানে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ, অমোচনীয় কালি ব্যবহার, স্বচ্ছ গ্লাসের ব্যালট বাক্স, প্রতিটি বাক্সে নাম্বার সংযোজনসহ ১২ দফা দাবি জানানো হয়।

জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “নির্বাচনের স্বচ্ছতার স্বার্থে ছবিসহ ভোটার তালিকা প্রকাশের দাবি আমরা জানিয়েছিলাম। নারী শিক্ষার্থীদের ক্ষেত্রেও যে ছবিগুলো ব্যবহৃত হয়েছে, সেগুলো শিক্ষাগত বা সরকারি কাজে ব্যবহৃত প্রযোজ্য ছবিই।”

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়