ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টিএইচই ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিংয়ে দেশ সেরা ঢাবি

নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ২০ নভেম্বর ২০২৫   আপডেট: ২০:১৫, ২০ নভেম্বর ২০২৫
টিএইচই ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিংয়ে দেশ সেরা ঢাবি

ফাইল ফটো

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিং ২০২৬-এ দেশ সেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। একইসঙ্গে গ্লোবাল র‍্যাংকিংয়ে ঢাবি ৫২তম অবস্থান নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ র‌্যাংকিং প্রকাশ করে টিএইচই। র‍্যাংকিংয়ে দেশের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। 

আরো পড়ুন:

দেশ সেরা ১০ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে যথাক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় (বিশ্বে ৩০১–৩৫০),  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্বে ৩৫১–৪০০), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিশ্বে ৪০১–৫০০), ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (বিশ্বে ৪০১–৫০০), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্বে ৪০১–৫০০), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্বে ৫০১–৬০০), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্বে ৫০১–৬০০), খুলনা বিশ্ববিদ্যালয় (বিশ্বে ৬০১–৮০০) এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্বে ৬০১–৮০০)।

বিশ্বব্যাপী শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে যথাক্রমে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, ডিউক বিশ্ববিদ্যালয়, জর্জিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, ওয়াখেনিনগেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ (নেদারল্যান্ডস) ও পার্ডিউ ইউনিভার্সিটি।, ওয়েস্ট লাফায়েত রয়েছে।

দ্বিতীয়বারের মতো প্রকাশিত এই র‍্যাংকিং শুরু হয় ২০২৪ সালের নভেম্বরে। এটি চালু করে যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন, যা শিমিড সায়েন্স ফেলোস এর সহযোগিতায় পরিচালিত হয়।

এবারের র‍্যাংকিংয়ে বিশ্বের ৯৪টি দেশের ৯১১টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে, যা গত বছরের তুলনায় অংশগ্রহণে প্রায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

র‍্যাংকিংয়ের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর ইনপুট (অর্থায়ন ও সুবিধা), প্রক্রিয়া (সফলতা, প্রশাসনিক সহায়তা) ও আউটপুট (গবেষণা প্রকাশনা, মান ও খ্যাতি)-এই তিনটি মূল দিক বিবেচনা করা হয়েছে। এছাড়া এবার ইন্টারডিসিপ্লিনারি পরিধি সম্প্রসারিত করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রমের বিস্তৃততা প্রতিফলিত করে।

ঢাকা/শফিউল্লাহ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়