ছাত্রদলের বিরুদ্ধে নারী শিক্ষার্থী হেনস্তাসহ নানা অভিযোগ শিবির প্যানেলের
জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন ‘অদম্য জবিয়ান ঐক্যে’র ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের হেনস্তা, শিক্ষার্থীদের সঙ্গে ধাক্কাধাক্কি এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ করেছে শিবির সমর্থিত প্যানেল।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্যে’র ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম।
রিয়াজুল ইসলাম বলেন, “যখন নির্বাচন শুরু হয় তখন থেকে আমাদের এখানে সুন্দর একটি পরিবেশ ছিল। কিন্তু যখন শিক্ষার্থীরা প্রবেশ করতে শুরু করে তখন থেকে আমাদের ছাত্রদলের ভাইয়েরা মেইন গেটের সামনে ধাক্কাধাক্কি শুরু করে। আমরা পরবর্তীতে পুলিশ প্রশাসনকে জানাই। পুলিশ প্রশাসন কিছুটা সহযোগিতা করলেও পরবর্তীতে তারা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না। এখানে তারা একাধিক ভাইবোনদেরকে হেনস্থা করা, আমাদের নারী শিক্ষার্থীদেরকে হেনস্থা করাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে।”
তিনি আরো বলেন, “আমরা যখন ভোট দেই ভোট দেওয়ার পরে আমরা বিভাগগুলোতে পরিদর্শনে যাই। ফিজিক্স ডিপার্টমেন্টে গিয়ে দেখি ছাত্রদলের পোলিং এজেন্ট ছিল শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করছে ভোট দেওয়ার জন্য। এমনকি আমাদের নারী শিক্ষার্থীদের কাছ থেকে ভোটের চিরকুট পর্যন্ত তারা কেড়ে নিচ্ছে। একই ধরনের কর্মকাণ্ড ঘটেছে অন্যান্য বিভাগগুলোতেও। আমরা যখন দর্শন বিভাগে যাই দর্শন বিভাগে যাওয়ার পরে আমরা দেখতে পাই, ওখানে ছাত্রদলের এজেন্টরা তাদের প্যানেল পরিচিতি বই আকারে প্রকাশ করে অন্যান্য কেন্দ্রগুলোর মত এখানে নিয়ে বসে আছে। আমাদের যে এজেন্ট ছিল তাদেরকে বাধা দেওয়ায় কেন্দ্রের ভেতরেই সে আমাদের ভাইকে মারতে আসে এবং তারা এখানে চিল্লাপাল্লা করে। পরবর্তীতে আমাদের শিক্ষক সমিতির সভাপতি সেক্রেটারির সহযোগিতায় এখান থেকে পরিস্থিতিটা স্বাভাবিক করা হয়।”
এই ভিপি প্রার্থী বলেন, “রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টসহ আমরা যেই ডিপার্টমেন্টে গিয়েছি, সব জায়গায় ছাত্রদল একই ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে। সবথেকে বড় আপত্তির বিষয় হচ্ছে ইংরেজি বিভাগে ছাত্রদলের ক্যাডাররা সিঁড়ির উপরে তাদের প্যানেল পরিচিতিদের নিয়ে দাঁড়িয়েছিল। আমরা যখন প্রশ্ন করি যে এইগুলো তো কোন অবস্থায় প্যানেল পরিচিতি নির্বাচনের ভোটকেন্দ্রে প্রবেশ করানো যাবে না। তাহলে আপনারা এটা কীভাবে নিয়ে আসলেন? এটা বলার সাথে সাথে তারা আমাদের প্রার্থী এবং আমাদের ভোটারদের উপরে তেড়ে আসে মারার জন্য। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড ক্যাম্পাসে বিরাজমান রয়েছে।” অভিযোগগুলো এনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন রিয়াজুল।
এ বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা/লিমন/ইভা