জকসু নির্বাচন
তিন কেন্দ্রে এগিয়ে শিবিরের ভিপি, একটিতে ছাত্রদল
জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী রিয়াজুল ইসলাম ও ছাত্রদলের ভিপি প্রার্থী একেএম রাকিব
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে চারটির ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে তিনটিতেই এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম। অন্যদিকে ছাত্রদলের ভিপি প্রার্থী একেএম রাকিব একটি কেন্দ্রে এগিয়ে আছেন।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে জকসু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করে।
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ১০০ ভোট। অন্যদিকে ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ৯১ ভোট। শিবিরের জিএসপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৯০ ভোট, অন্যদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৫ ভোট। এছাড়া, এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ৯৮ ভোট, আর ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজীল তানজিল ৮৫ ভোট পেয়েছেন।
নৃবিজ্ঞান বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ১২৮ ভোট। অন্যদিকে ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ১১৮ ভোট। শিবিরের জিএসপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট, অন্যদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৩ ভোট। এছাড়া, এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ১০২ ভোট, আর ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজীল তানজিল ১২৬ ভোট পেয়েছেন।
লোকপ্রশাসন বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ১২২ ভোট, অন্যদিকে ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ১৩২ ভোট। শিবিরের জিএসপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট, অন্যদিকে, ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৬২ ভোট। এছাড়া, এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ১৩০ ভোট, আর ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজীল তানজিল ১০৬ ভোট পেয়েছেন।
ফার্মেসি বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ৭৮ ভোট, ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ৫৩ ভোট। শিবিরের জিএসপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮৩ ভোট, অন্যদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৬ ভোট। এছাড়া, এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ৭৮ ভোট, আর ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজীল তানজিল ৪৫ ভোট পেয়েছেন।
মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ভোট গণনার মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দিলে পুরো প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে সমস্যার সমাধান শেষে দীর্ঘ বিরতির পর আবারও ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ হয়। নির্ধারিত সময় শেষে লাইনে থাকা ভোটারদেরও ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়। এবারের নির্বাচনে মোট ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে ভোট পড়েছে ৭৭ শতাংশ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সংসদের ২১টি পদে ১৫৭ জন এবং একমাত্র ছাত্রী হল সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৬৫ জন।
ঢাকা/লিমন/ইভা