ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তাপস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৫, ১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তাপস

ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডিতে কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নিজের ভোট প্রয়োগ করে এক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তার স্ত্রী আফরিন তাপস উপস্থিত ছিলেন।

ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট দেয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে শেখ তাপস বলেন, ‘ইভিএম খুব সহজ পদ্ধতি।  আমি এই প্রথম ভোট দিলাম। প্রতীকগুলো দেয়া আছে, নামগুলো দেয়া আছে। আমি আমার প্রতীক নৌকা মার্কায় আমার নামের পাশে বোতামটা চাপ দিলাম। তারপর আবার নিশ্চিত করার জন্য সবুজ বোতাম চাপ দিলাম। এরপর উঠে আসলো যে নৌকা প্রতীকে ভোটটা হয়েছে।’

‘এরপর আমি আমাদের ধানমন্ডি ১৫ ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর ঘুড়ি মার্কায় রফিকুল ইসলাম বাবলাকে ভোট দিলাম। তখন উঠে আসলো যে ভোটটা হয়েছে। তৃতীয়ত আমাদের মহিলা কাউন্সিলর শিরিন গাফফারকে আনারস মার্কায় একইভাবে ভোট দিলাম। ভালো লাগলো। সহজ পদ্ধতি, আধুনিক পদ্ধতি।’

তিনি বলেন, ‘ইভিএমে আমি নিশ্চিত হতে পেরেছি যে আমার ভোটটি সঠিকভাবে প্রয়োগ হয়েছে। আমি গণসংযোগে দেখেছি ইভিএমে ভোট দেয়ার বিষয়ে ঢাকাবাসীর কখনো কোনো শঙ্কা ছিল না । আমি মনে করি ঢাকাবাসী এটা সাদরে গ্রহণ করেছে। ভোট দেয়ার মাধ্যমে তারা তাদের সেবক নির্বাচিত করবে। ভোট দিয়ে তারা উন্নত ঢাকা করার পক্ষে রায় দেবে।‘

জয়ের ব্যাপারে কতটা আশাবাদী জানতে চাইলে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ খুবই আশাবাদী। গত ১৮ দিন সংবাদ মাধ্যম আমাদের সঙ্গে ছিল। আমরা যে গণসংযোগ করেছি সেটা ঢাকাবাসী সাদরে ও স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছেন। আমরা যে উন্নয়নের রুপরেখা দিয়েছি আমার বিশ্বাস ঢাকাবাসী উন্নত ঢাকা গড়তে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে।’

জনগণের রায় মেনে নিতে আপনি কতটা প্রস্তুত-এমন প্রশ্নে শেখ ফজলে নূর তাপস বলেন ‘নির্বাচন একটি প্রতিযোগিতা। এখানে জয়-পরাজয় থাকবে। তবে আমি খুব আশাবাদী নৌকার বিজয় হবে।’

নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে হচ্ছে বলে আপনি মনে করেন জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত খুব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হচ্ছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।’

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের বিভিন্ন কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না বলে যে অভিযোগ এসেছে সে সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে শেখ তাপস বলেন, ‘এটা সম্পূর্ণ অমূলক। তাদের সেই সাংগঠনিক কাঠামো এবং শক্তি নেই যে তারা এজেন্ট দিতে পারে। সেটা তারা দিতে পারছে না বলে আমাদের ওপর দোষ চাপাচ্ছে ।‘

যেসব কেন্দ্র তার কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে সেসব কেন্দ্র পরিদর্শনে যাবেন বলেও জানান শেখ তাপস।

সিটি নির্বাচনে কূটনীতিকদের কাছে বিএনপির অভিযোগ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘তারা তো নালিশ নিয়ে ব্যস্ত আছে। তারা গণসংযোগ বাদ দিয়ে অভিযোগ করে বেড়াচ্ছে। আমরা গণসংযোগ নিয়ে ব্যস্ত ছিলাম।’

 

ঢাকা/পারভেজ/বুলাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়