স্তন ক্যান্সার নিয়ে ওয়ালটনে সচেতনতামূলক সেমিনার
ওয়ালটনে স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক সেমিনারের একাংশ
‘এভরি স্টোরি ইজ ইউনিক, এভরি জার্নি ম্যাটার্স‘ স্লোগানে ওয়ালটন পরিবারে কর্মরত নারী সদস্যদের মধ্যে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর, ২০২৫) ঢাকার ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির করপোরেট অফিসে প্রশাসন বিভাগ ও মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
জানা গেছে, চলমান স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে ওয়ালটন ও বেসরকারি এভারকেয়ার হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত হয় সেমিনার। ওয়ালটনে কর্মরত নারী সদস্যদের মধ্যে দেড় শতাধিক নারী ওই সেমিনারে অংশ নেন।
সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা, ওয়ালটনের মেডিক্যাল অ্যাডভাইজার ডা. ইয়াজদান রেজা চৌধুরী, অ্যাডমিন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান কুদরত মোল্লা, এভারকেয়ার হাসপাতালের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. মাইনুর রহমান, হাসপাতালের জেনারেল ম্যানেজার (হেড অব করপোরেট মার্কেটিং) এ এম আবুল কাশেম রনি, চিফ নার্সিং অফিসার (সিএনও) ডা. সামিনাসহ প্রতিষ্ঠান দুটির সিনিয়র কর্মকর্তারা।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালটির অনকোলোজি বিভাগের সিনিয়র কনসাল্ট্যান্ট ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ।
ওয়ালটনের মেডিক্যাল অ্যাডভাইজার ডা. ইয়াজদান রেজা চৌধুরী বলেন, “সুন্দর কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় বদ্ধপরিকর ওয়ালটন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে নানাধর্মী স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে ওয়ালটন। স্তন ক্যান্সার সচেতনতামূলক অনুষ্ঠানে ওয়ালটনে কর্মরত নারী সদস্যদের দেওয়া হয় ক্যানসার বিষয়ক নানা পরামর্শ।”
সেমিনারে স্তন ক্যান্সার কীভাবে চিহ্নিত করা যায়, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা পদ্ধতিসহ সার্জারির পরবর্তী সময়ে করণীয় পদক্ষেপসমূহ আলোচনা করেন ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ। ছিলো প্রশ্নোত্তর পর্বও।
নারীদের স্তন ক্যান্সার নিয়ে সচেতন করার জন্যই প্রতি বছর অক্টোবর মাসকে বিশ্বব্যাপী স্তন ক্যানসার সচেতনতার মাস হিসেবে উদযাপন করা হয়।