ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে অন্যরকম নববর্ষ উদযাপন ওয়ালটন প্লাজার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ০১:৫৩, ৬ জানুয়ারি ২০২৬
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে অন্যরকম নববর্ষ উদযাপন ওয়ালটন প্লাজার

ওয়ালটন করপোরেট অফিসে নববর্ষ উদযাপনে ওয়ালটন প্লাজার শীর্ষ কর্মকতাদের সঙ্গে সুবিধাবঞ্চিত শিশুরা।

‘ছড়াই হাসি নতুন বছরে’-স্লোগানে দেশের বিভিন্ন অঞ্চলের সুবিধাবঞ্চিত, এতিম ও ছিন্নমূল শিশুদের নিয়ে অন্যরকম ইংরেজি নববর্ষ উদযাপন করেছে ওয়ালটন প্লাজা।

ইংরেজি নতুন বছর-২০২৬ কে স্বাগত জানিয়ে শনিবার (৩ জানুয়ারি, ২০২৬) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসসহ দেশের সব বিভাগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ভিন্নধর্মী এক উদযাপন অনুষ্ঠান আয়োজন করে ওয়ালটন প্লাজা। এতে সারা দেশের প্রায় ৫০০ জন সুবিধাবঞ্চিত শিশুরা অংশ নেয়।

আরো পড়ুন:

জানা গেছে, এসব শিশুদের মধ্যে পরিবেশন করা হয় উন্নত মানের খাবার। বিনোদনের অংশ হিসেবে ছিল বিভিন্ন ধরনের খেলাধুলা ও নাচ-গানের অনুষ্ঠান। তাদের দেওয়া হয় কম্বলসহ নানা উপহার। উদ্দেশ্য, অন্যদের মতো সুবিধাবঞ্চিত শিশুদের ইংরেজি নববর্ষের স্বাদ দেওয়া। তাদের জীবনকে উপভোগের সুযোগ করে দেওয়া।

অনুষ্ঠানে শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মো. রায়হান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান জাকির, ওয়ালটন প্লাজার এইচআরএম প্রধান ফয়সাল ওয়াহিদ, ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালকের বিজনেস কো-অর্ডিনেটর তানভীর আঞ্জুম এবং ওয়ালটন প্লাজার ব্র্যান্ড ম্যানেজার ওয়াহিদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, সিলেট ও ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলের ১০টি প্লাজাসহ বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী ওই মিলনমেলার আয়োজন করে ওয়ালটন প্লাজা।

ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মো. রায়হান বলেন, “ওয়ালটন প্লাজা শুধু ব্যবসাই করে না; সুবিধাবঞ্চিত নানা শ্রেণি-পেশার মানুষের জন্যও কাজ করে এই প্রতিষ্ঠান। পুরাতন বছর বিদায় নেয়; নতুন বছর আসে। আমরা যারা সুবিধাবঞ্চিত নই, তারা নানাভাবে ইংরেজি কিংবা বাংলা নববর্ষ উদযাপন করি। কিন্তু সুবিধাবঞ্চিত শিশুরা জীবনের সেই স্বাদ গ্রহণ করতে পারে না। তাদের জীবন কাটে অনাদর, অবহেলা আর অভাবে। তাদের জীবনকেও আনন্দময় করে তুলতে এবং তাদের সঙ্গে নববর্ষ উদযাপনের আনন্দ ভাগাভাগি করে নিতে আমারা এই উদ্যোগ নিয়েছি।”

তিনি বলেন, “সুবিধাবঞ্চিত এসব শিশুর মুখে হাসি দেখে আমাদের ভালো লাগছে। তাদের মুখে হাসি ফোটানোর এই ধারাবাহিকতা চলমান থাকবে।”

ঢাকা/পলাশ/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়