ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

রমজান উপলক্ষে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ৯ মার্চ ২০২৩  
রমজান উপলক্ষে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

ফাইল ফটো

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে। প্রতি মাসে দেশের ১ কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে তেল, ডাল, চিনি দেওয়া হচ্ছে। এর পাশাপাশি পবিত্র রমজান উপলক্ষে ছোলা এবং ঢাকা শহরে খেজুর বিক্রি করবে টিসিবি।

পবিত্র রমজান উপলক্ষে বৃহস্পতিবার (৯ মার্চ) দেশব্যাপী ১ কোটি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি’র পাঁচ ধরনের পণ্য বিক্রির প্রথম কিস্তির কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের তেজগাঁওয়ে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মঞ্জুর এবং বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবির জ্যেষ্ঠ কর্মকর্তারা।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, পবিত্র রমজান উপলক্ষে এবার দুই কিস্তিতে পণ্য বিক্রি করবে টিসিবি। চলমান বিশ্ব পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষকে সহায়তা দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করছে। দেশব্যাপী নিয়োজিত ডিলাররা কার্ডধারীদের মাঝে এসব পণ্য বিক্রি করছে। সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসন এ কাজে সহযোগিতা করছে। কার্ডধারী ভোক্তারা নিজেদের সুবিধামতো নির্ধারিত ডিলারদের কাছ থেকে পণ্য কিনতে পারবেন।

উল্লেখ্য, টিসিবি পরিবারপ্রতি ৬০ টাকা কেজি দরে এক কেজি চিনি, ৭০ টাকা দরে দুই কেজি মশুর ডাল, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, ৫০ টাকা দরে এক কেজি ছোলা এবং শুধু ঢাকা শহরে ১০০ টাকা দরে এক কেজি খেজুর বিক্রি করছে। আগামী মাসের প্রথম দিকে দ্বিতীয় কিস্তিতে পণ্য বিক্রি করবে টিসিবি।

হাসনাত/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়