ঢাকা     রোববার   ১৬ জুন ২০২৪ ||  আষাঢ় ২ ১৪৩১

রিমার্ক-হারল্যানের নতুন পরিচালক ইউনিলিভারের সামি আশরাফ

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ২২ মে ২০২৪   আপডেট: ১৬:৩৯, ২২ মে ২০২৪
রিমার্ক-হারল্যানের নতুন পরিচালক ইউনিলিভারের সামি আশরাফ

বহুজাতিক কোম্পানি ইউনিলিভারের সামি আশরাফ এবার যুক্ত হয়েছেন রিমার্ক-হারল্যানে। তিনি কোম্পানির পরিচালক হিসেবে হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার বিভাগের দায়িত্ব পালন করবেন। বুধবার (২২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামি আশরাফ প্রাণ-আরএফএল গ্রুপেও সংযুক্ত ছিলেন। ইউনিলিভারে তার ১৯ বছরের দীর্ঘ ক্যারিয়ার ছিল। তিনি বাংলাদেশ, ভারত থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার জন্য বিভিন্ন ভূমিকা নিয়েছেন। স্কিন ক্লিনজিং ও ওরাল কেয়ারের বিভাগীয় প্রধান, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ব্র্যান্ড ম্যানেজার লাইফবয়, সাউথ এশিয়া ক্লাস্টার পার্সোনাল কেয়ার ম্যানেজার হিসেবে দয়িত্ব পালন করেছেন।

সামি আশরাফ ইউনিলিভার বাংলাদেশে চ্যানেল ও ক্যাটাগরি ডেভেলপমেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। সার্ফ এক্সেল, লাক্স, ডোভ, ক্লোজআপ, লাইফবয়ের সঙ্গেও কাজ করেছেন তিনি।

/এনএইচ/

আরো পড়ুন  



সর্বশেষ