ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুঁজিবাজার উন্নয়নে ১০ সদস্যের কমিটি গঠন

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ৫ ফেব্রুয়ারি ২০২৫  
পুঁজিবাজার উন্নয়নে ১০ সদস্যের কমিটি গঠন

বাংলাদেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়নের জন্য ১০ সদস্যের উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রধান করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারককে।

গত সোমবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

কমিটির সদস্য করা হয়েছে- জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রতিনিধি (ন্যূনতম কমিশনার), বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি (ন্যূনতম নির্বাহী পরিচালক), বীমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি (ন্যূনতম নির্বাহী পরিচালক), মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি প্রতিনিধি (ন্যূনতম নির্বাহী পরিচালক), ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের প্রতিনিধি (ন্যূনতম নির্বাহী পরিচালক), ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব (পুঁজিবাজার)-কে সদস্য সচিব করা হয়েছে।

জানা গেছে, এই কমিটি খুব শিগগিরই পুঁজিবাজার উন্নয়নে পরামর্শ জন্য একটি বৈঠক করবে।

ঢাকা/হাসনাত/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়