বিএসইসির উদ্যোগে আইপিও নিয়ে সেমিনার অনুষ্ঠিত
প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ও এতদসংক্রান্ত বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) রাজধানীর সিকিউরিটিজ কমিশন ভবনে বিএসইসির মাল্টিপারপাস হলে এ সেমিনার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে বুধবার (১৬ জুলাই) প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ও এতদসংক্রান্ত বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। বিএসইসির মাল্টিপারপাস হলে উক্ত সেমিনারে বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, বিএসইসির কমিশনার মো. আলী আকবর ও বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ উপস্থিত ছিলেন।
বিএসইসির সব নির্বাহী পরিচালক, পরিচালক, অতিরিক্ত পরিচালক এবং সিএফডি ও সিএমআরআরসি বিভাগের সব কর্মকর্তা উক্ত সেমিনারে অংশ নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
তিনি পাবলিক ইস্যু রুলস ও এর সংশোধনীসমূহ, কোম্পানিসমূহের পুঁজিবাজারে তালিকাভুক্তির কারণ, পুঁজিবাজারে তালিকাভুক্তির সুবিধা ও অসুবিধা, পুঁজিবাজারে ফেয়ার ভ্যালু নির্ধারণে প্রাইস ডিসকোভারি প্রক্রিয়া, বুক বিল্ডিং ফ্লোটেশন মেথড ও ফিক্সড প্রাইস মেথড, ডাচ অকশন পদ্ধতি, ইংলিশ অকশন পদ্ধতি, ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম, শেয়ার লক ইন, আইপিও প্রাইস স্ট্যাবিলাইজেশনে আন্ডাররাইটারের ভূমিকা ইত্যাদিসহ আরো বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, উক্ত সেমিনারে বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী তার বক্তব্যে বিএসইসির পক্ষ হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমামকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠিত সেমিনারের মাধ্যমে বিএসইসির কর্মকর্তারা অনেক কিছু জেনেছেন ও সমৃদ্ধ হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। আগামীতেও এ ধরনের সেমিনার আয়োজনের কথা উল্লেখ করেন তিনি। এর মাধ্যমে দেশের পুঁজিবাজার ও অর্থনীতি সমৃদ্ধ হবে এবং দেশের উন্নতি নিশ্চিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ঢাকা/এনটি/এসবি