বিডি পেইন্টসের নতুন কারখানায় উৎপাদন শুরু ১৮ অক্টোবর
ফাইল ফটো
গাজীপুরে নির্মিত নতুন কারখানায় বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেড। আগামী শনিবার (১৮ অক্টোবর) থেকে কোম্পানিটির নতুন কারখানায় বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানিয়েছে, এ কারখানার কার্যক্রম শুরু হলে কোম্পানির উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রঙের বাজারে তাদের একটি শক্তিশালী অবস্থান তৈরি হবে।
তথ্য মতে, বিডি পেইন্টস গাজীপুরের নতুন এ কারখানায় প্রায় ১০২ কোটি টাকা বিনিয়োগ করেছে, যা ব্যাংক ঋণ ও নিজস্ব তহবিলের মাধ্যমে অর্থায়ন করা হয়েছে। প্রায় ৯১৪ শতাংশ জমির ওপর নির্মিত নতুন কারখানায় দৈনিক রং উৎপাদনের সক্ষমতা রয়েছে ১১০.৬০ টন এবং ১৫ হাজার প্লাস্টিকের পাত্র।
নতুন কারখানার ইউনিটটিতে কোম্পানি জল-ভিত্তিক রং, দ্রাবক-ভিত্তিক রং, শিল্প রং, পাতলাকারী রাসায়নিক, প্লাস্টিকের পাত্র এবং মুদ্রিত উপকরণসহ বিস্তৃত পণ্য তৈরি করবে। এতে কোম্পানির উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, পণ্যের বিস্তর পরিসর তৈরি এবং দেশীয় রঙের বাজারে সামগ্রিকভাবে তাদের প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী হবে বলে কোম্পানিটি জানিয়েছে।
ঢাকা/এনটি/মেহেদী