বিডিকম অনলাইনের বোনাস লভ্যাংশে বিএসইসির সম্মতি
পুঁজিবাজারে তথ্য ও প্রযুক্তি খাতে তালিকাভুক্ত বিডিকম অনলাইন লিমিটেডের ঘোষিত স্টক বা বোনাস লভ্যাংশে অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) কোম্পানি কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বোনাস লভ্যাংশে অনুমদনের বিষয়টি জানানো হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয়।
বিধি অনুসারে, কোনো কোম্পানি বোনাস তথা স্টক লভ্যাংশ ঘোষণা করলে এর যৌক্তিকতা তুলে ধরে বিএসইসির কাছে আবেদন করতে হয়। বিএসইসি অনুমোদন করলেই কেবল ওই লভ্যাংশ বিতরণ করা যায়।
এদিকে, বিএসইসি কোম্পানিটির ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে সম্মতি দিয়েছে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ ডিসেম্বর।
২০২৫ সালের ৩০ জুন সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, বিডিকম অনলাইন লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ০.৮৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ০.৮৫ টাকা।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫.৫৮ টাকা।
ঢাকা/এনটি/ইভা