ঢাকা     শুক্রবার   ২৩ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রেডিং ও সার্ভিল্যান্স সিস্টেম আপগ্রেড করছে সিএসই, বিএসইসির শর্ত

নুরুজ্জামান তানিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ২৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:০৫, ২৩ জানুয়ারি ২০২৬
ট্রেডিং ও সার্ভিল্যান্স সিস্টেম আপগ্রেড করছে সিএসই, বিএসইসির শর্ত

দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তাদের অনলাইন ট্রেডিং সিস্টেম ও ইনস্ট্যান্ট ওয়াচ মার্কেট সার্ভিল্যান্স সিস্টেম (আইডব্লিউএমএসএস) আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে।একই সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সার্ভিল্যান্স সিস্টেমের সঙ্গে সিএসইর আপগ্রেডকৃত সিস্টেমের ডাটা সংযোগ নিশ্চিত করার কাজও শুরু হয়েছে।

তবে পুঁজিবাজারের নজরদারি কার্যক্রম যেন কোনোভাবেই ব্যাহত না হয়—সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিএসইকে কয়েকটি শর্ত সাপেক্ষে অনলাইন ট্রেডিং ও সার্ভিল্যান্স সিস্টেম আপগ্রেড করার অনুমতি দিয়েছে বিএসইসি।

আরো পড়ুন:

সম্প্রতি বিএসইসির মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশনের অধীন সার্ভেইল্যান্স ডিপার্টমেন্ট থেকে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, সিএসই কর্তৃপক্ষ তাদের অনলাইন ট্রেডিং ও সার্ভেইল্যান্স সিস্টেম আপগ্রেড করার উদ্যোগ নিয়েছে।তবে আপগ্রেড করা সিস্টেমে ডাউন স্ট্রিম গেটওয়ে (ডিএসজি) ইন্টারফেসে কিছু প্রযুক্তিগত পরিবর্তন আসবে। এর ফলে প্রয়োজনীয় সফটওয়্যার সংশোধন না করা পর্যন্ত আপগ্রেডের পর বিএসইসির সার্ভেইল্যান্স সিস্টেমে সিএসইর ট্রেডিং ডেটা সরাসরি পাওয়া নাও যেতে পারে। এই পরিস্থিতিতে পুঁজিবাজারে নজরদারি কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেজন্য একটি অন্তর্বর্তী সমাধান প্রস্তাব করেছে কমিশন। এ সমাধান অনুযায়ী, আপগ্রেডেশন ও প্রয়োজনীয় সফটওয়্যার সংশোধনের মধ্যবর্তী সময়ে বিএসইসির সার্ভেইল্যান্স বিভাগের কর্মকর্তারা সরাসরি সিএসইর সার্ভেইল্যান্স সিস্টেম ব্যবহার করে পুঁজিবাজার তদারকি করবেন।

শর্তের বিষয়ে চিঠিতে উল্লেখ করা হয়, নতুন সফটওয়্যার চালু করার আগে কয়েকটি পূর্বশর্ত পূরণ করা বাধ্যতামূলক।এর মধ্যে প্রথমত, বিএসইসির সার্ভেইল্যান্স বিভাগের কর্মকর্তাদের জন্য সিএসইকে বিস্তৃত প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করতে হবে, যাতে তারা সিএসইর সার্ভেইল্যান্স সফটওয়্যারের কার্যক্রম সম্পর্কে পুরোপুরি অভ্যস্ত হতে পারেন। দ্বিতীয়ত, অন্তর্বর্তী সমাধান হিসেবে এমন একটি ব্যবস্থা চালু করতে হবে, যার মাধ্যমে বিএসইসির কর্মকর্তারা সিএসই ও বিএসইসির মধ্যে বিদ্যমান নেটওয়ার্ক সংযোগ ব্যবহার করে দূরবর্তীভাবে সিএসইর সার্ভারে প্রবেশ করে কাজ করতে পারবেন। এ ব্যবস্থা বিএসইসির কার্যালয়ে বাস্তবায়নের আগে এর পূর্ণ কার্যকারিতা নিশ্চিত করতে হবে।

সিএসই ও বিএসইসি সূত্রে জানা গেছে, সবকিছু সঠিকভাবে কাজ করলে সিএসই তাদের সার্ভেইল্যান্স সফটওয়্যার বিএসইসির সার্ভেইল্যান্স বিভাগের কম্পিউটারগুলোতে ইনস্টল করবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য আলাদা ইউজার আইডি তৈরি করবে।পরবর্তীতে বিএসইসি কর্মকর্তারা সিএসইর স্থাপিত ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) এর মাধ্যমে নিরাপদভাবে নিজ নিজ ব্যবহারকারী আইডি ব্যবহার করে তাদের সার্ভিল্যান্স কম্পিউটার থেকে সিএসইর সিস্টেম ব্যবহার করবেন। সিএসইর আইটি বিভাগ প্রয়োজনীয় সব কারিগরি ব্যবস্থা ও সহায়তা প্রদান করবে।

এছাড়া বিকল্প ব্যবস্থার কথাও উল্লেখ করেছে কমিশন। সিএসইকে তাদের সিস্টেম ভেন্ডরের সঙ্গে যোগাযোগ করে এমন সমাধান বিবেচনা করতে বলা হয়েছে, যাতে কোনো ধরনের ইনস্ট্যান্ট ওয়াচ মার্কেট সার্ভিল্যান্স সিস্টেম পরিবর্তন ছাড়াই আগের মতো বিএসইসির সার্ভেইল্যান্স সিস্টেমে ট্রেডিং ডাটা সরবরাহ অব্যাহত রাখা যায়।

বাজার সংশ্লিষ্টদের মতে, পুঁজিবাজারে স্বচ্ছতা ও সুষ্ঠু নজরদারি নিশ্চিত করতে বিএসইসির এ ধরনের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিগত পরিবর্তনের মধ্যেও নজরদারি কার্যক্রম সচল রাখতে কমিশন কঠোর অবস্থান নিয়েছে।তাদের এ কঠোর অবস্থান পুঁজিবাজারে স্বচ্ছতা, শৃঙ্খলা ও বিনিয়োগকারীদের আস্থা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে জানতে চাইলে সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান রাইজিংবিডি ডটকমেকে বলেন, “ট্রেডিং সিস্টেম ও সার্ভিল্যান্স সিস্টেমের আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সিএসই। আমরা দ্রুত সময়ের মধ্যে কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম চালু করব। তাই আমরা নতুন এ প্রোডাক্ট চালু করার আগেই ট্রেডিং সিস্টেম ও সার্ভিল্যান্স সিস্টেম আধুনিকায়ন করে ফেলতে চাই।”

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়