ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে ২২ লাখ ২৭ হাজার শিক্ষার্থী 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ২৭ অক্টোবর ২০২১  
এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে ২২ লাখ ২৭ হাজার শিক্ষার্থী 

২০২১ সালে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে। গতবছর এ সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। সে হিসেবে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। বৃদ্ধির হার ৮ দশমিক ৭৬ শতাংশ।

বুধবার (২৭ অক্টোবর) শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ে তার সভাকক্ষে এ ঘোষণা দেন।

মন্ত্রী জানান, এবার এসএসসিতে বসছে ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন, এসএসসি (ভোকেশনাল) ১ লাখ ২৪ হাজার ২২৮ জন।

এবার এসএসসির জন্য কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬৭৯টি, দাখিলের জন্য ৭১০টি, ভোকেশনালের জন্য কেন্দ্র রয়েছে ৭৬০টি।

আগামী ১৪ নভেম্বর থেকে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

ইয়ামিন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়