ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সড়কে শিক্ষার্থীদের ব্যাঙ্গ চিত্র প্রদর্শন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ৫ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৫:১৬, ৫ ডিসেম্বর ২০২১
সড়কে শিক্ষার্থীদের ব্যাঙ্গ চিত্র প্রদর্শন

নিরাপদ সড়কের দাবিতে সড়কে অবস্তান নিয়ে ব্যাঙ্গ চিত্র প্রদর্শন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের ওপর এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এসময় নিরাপদ সড়ক দাবিতে তারা নানা স্লোগান দেন। তবে যান চলাচলে যেন বিঘ্ন না ঘটে তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানে থাকেন।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মহানগর দপ্তর সম্পাদক খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, ভয় দেখিয়ে আমাদের আন্দোলন থামানো যাবে না। আমাদের আন্দোলন নিয়ে বাইরের অনেকেই অনেক কথা বলছে। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আগামীকাল কালো ব্যাজ ধারণ ও শোক পালন কর্মসূচির কথা জানান তিনি।

এদিকে, ৯ দফা দাবিতে শাহবাগে প্রতিকী লাশের মিছিল করেছে শিক্ষার্থীরা।

রোববার শাহবাগ মোড় থেকে এ কর্মসূচি শুরু করে তারা। এসময় শাহবাগ মোড়ে অবস্থান নিতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে তারা একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দিকে যায়। এবং সংক্ষিপ্ত মিছিল করে কর্মসূচি শেষ করে।

মিছিলে নিরাপদ সড়ক আন্দোলনের সমন্বয়ক শ্রাবণ চৌধুরী, আরদিতা রয়, সাজ্জাদ হোসেন শুভ, জুয়েল মিয়াসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষার্থীরা বলেন, একের পর এক লাশের ভার আমরা আর নিতে পারছি না। তাই আজকের এই কর্মসূচি। আমরা নিরাপদ সড়ক চাই। দাবি আদায় না হলে এবং কার্যকর কোনো পদক্ষেপ না নিলে আমরা কঠোর কর্মসূচি দেব। এসময় পুলিশের বাধার সমালোচনা করেন তারা।

ইয়ামিন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়