ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এইচএসসিতে লেখক আনিসুল হককে হেয় করে প্রশ্ন, ব্যবস্থা নেবে বোর্ড

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ১০ নভেম্বর ২০২২   আপডেট: ১১:২০, ১০ নভেম্বর ২০২২
এইচএসসিতে লেখক আনিসুল হককে হেয় করে প্রশ্ন, ব্যবস্থা নেবে বোর্ড

ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের বাংলা প্রথমপত্রের প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। এর মধ্যেই সামনে এলো নতুন এ বিতর্ক।

জানা গেছে, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে লেখক ও সাংবাদিক আনিসুল হককে হেয় করার অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

গত রোববার কারিগরি বোর্ডের বাংলা-২ এর একটি সৃজনশীল প্রশ্নে উদ্দীপকে লেখক আনিসুল হকের নাম উল্লেখ করে বলা হয়েছে, ‘২১শে বইমেলায় তাড়াহুড়ো করে তিনি বই প্রকাশ করেন। পাঠকদের কাছে তার লেখা খাপছাড়া মনে হয়। ফলে পাঠকদের কাছে তিনি সমাদৃত হন না।’

এরপর প্রশ্ন করা হয়েছে, ‘(ক) ‘যশ’ শব্দের অর্থ কী? 
(খ) ‘লেখা ভালো হইলে সুনাম আপনি আসিবে।’
উক্তিটি ব্যাখ্যা কর।
(গ) আনিসুল হক কোন কারণে ব্যর্থ, তা ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনার আলোকে ব্যাখ্যা কর।
(ঘ) সাহিত্যের উন্নতিকল্পে ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনায় লেখকের পরামর্শ বিশ্লেষণ কর।’

এ বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান বলেছেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। এ প্রশ্নপত্র তৈরিতে যুক্ত শিক্ষককে খুঁজে বের করা হবে। এরপর তদন্ত স্বাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

প্রশ্নকর্তা ও মডারেটর নিয়োগে আরও সতর্ক হতে হবে: শিক্ষামন্ত্রী

এইচএসসির প্রশ্নে ‘সাম্প্রদায়িক বিতর্ক’, ব্যবস্থা নেবে মন্ত্রণালয়

এইচএসসির প্রশ্নে সাম্প্রদায়িক উসকানি: প্রশ্ন প্রণেতা ও মডারেটররা চিহ্নিত

এইচএসসিতে ‘সাম্প্রদায়িক বিদ্বেষমূলক’ প্রশ্ন: তদন্ত কমিটি গঠন

প্রশ্নপত্রে ভুল হওয়ায় কারিগরি বোর্ডের বাংলা প্রথম পত্রের এইচএসসি পরীক্ষা স্থগিত

/ইয়ামিন/সাইফ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়