ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এইচএসসির ফল: সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানের বড় সাফল্য, পাশের হার ৯৮.৫

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪২, ১৭ অক্টোবর ২০২৫   আপডেট: ০১:৪৯, ১৭ অক্টোবর ২০২৫
এইচএসসির ফল: সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানের বড় সাফল্য, পাশের হার ৯৮.৫

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো অসাধারণ সাফল্য অর্জন করেছে। 

এবার এইচএসসি পরীক্ষায় সেনাবাহিনী পরিচালিত ৩৭টি বাংলা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৭ হাজার ১৫৬ জন, ১২টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে ৯৭১ জন এবং ১২টি ক্যাডেট কলেজ থেকে ৫৮৯ জন পরীক্ষায় বসেছিল। মোট ৬১টি প্রতিষ্ঠানের ১৮ হাজার ৭১৬ শিক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৮২৬ জন জিপিএ ৫ অর্জন করেছে। গড় পাসের হার ৯৮ দশমিক ৫ এবং জিপিএ ৫ পাওয়ার হার ৩৬ দশমিক ৪৭; যা নিঃসন্দেহে জাতীয় পর্যায়ের একটি অসাধারণ অর্জন।

আরো পড়ুন:

বৃহস্প‌তিবার (১৬ অক্টোবর) আন্তঃবা‌হিনী জনসং‌যোগ প‌রিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়।

এতে বলা হয়, সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্যের এই ধারাবাহিক কৃতিত্বের মূল চালিকাশক্তি হলো ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে বিদ্যমান শৃঙ্খলাপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের হাতে শিক্ষার্থীদের নিবিড় পরিচর্যা ও সুনিপুণ পাঠদান, শিক্ষার্থীদের নিষ্ঠা, নিয়মিত অধ্যয়ন এবং নিরবচ্ছিন্ন প্রচেষ্টা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এই সাফল্যের পেছনে রয়েছে সেনাসদরের সার্বিক দিক নির্দেশনা, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সার্বক্ষণিক তদারকি, দক্ষ অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের কার্যকর নেতৃত্ব, নিবেদিতপ্রাণ অনুষদ সদস্য, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রয়াস এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা।

ঢাকা/নঈমুদ্দীন/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়