ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

না ফেরার দেশে খলনায়ক রাজীবের মা

প্রকাশিত: ১১:৩০, ২৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
না ফেরার দেশে খলনায়ক রাজীবের মা

ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত খলনায়ক রাজীবের মা আর নেই।

আজ (২৫ জুন) সকাল ১১টা ২০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

১৯৮২ সালে কাজী হায়াতের ‘খোকন সোনা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় ওয়াসীমুল বারী রাজীবের। এর পর ‘দাঙ্গা’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘ভাত দে’ সহ চার শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। খলনায়ক হিসেবে সফল হলেও অনেক চলচ্চিত্রে বিচিত্র চরিত্রে দেখা গিয়েছে তাকে।

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে রাজীব চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে। ‘হীরামতি’ সিনেমায় অভিনয় করে ১৯৮৮ সালে প্রথম এ পুরস্কার লাভ করেন তিনি। এরপর ১৯৯১ সালে ‘দাঙ্গা’, ২০০০ সালে ‘বিদ্রোহ চারিদিকে’, ২০০৩ সালে ‘সাহসী মানুষ চাই’ সিনেমার জন্য পুরস্কার পান তিনি। ২০০৪ সালের ১৪ নভেম্বর ৫২ বছর বয়সে মারা যান রাজীব।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়